আসুন আমরা সবাই মিলে শান্তিপ্রিয় হয়ে দেশ প্রেমিক হই।
আর এই দেশকে যারা নরক বানিয়েছে
তারাই এই দেশকে শুধুমাত্র তাদের ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করে যাচ্ছে।
তাদের অনেকে এই দেশে দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী রয়েছেন।
মূলত এরাই এই দেশের শিক্ষার মানকে নষ্ট করে দিয়েছেন
যার কারণে
তাদের সন্তানেরা এই দেশে পড়াশোনা করে না।
বাংলাদেশী সেবা পার্টির প্রশ্ন হল
দেশের শিক্ষার মান যদি ভালোই হবে
তাহলে তাদের সন্তানেরা কেন ভিনদেশে পড়াশোনা করে ?
ঠিক একই ধারাবাহিকতায়
এই দেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে
যদি তা না দিত
তাহলে এই দেশের ডাক্তারদেরকে কসাই বলা হতো না।
এই দেশের হাসপাতালগুলি অকেজো হয়ে আছে
যার কারণে এই দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীদের কেউ অসুস্থ হলে ভিনদেশে যেয়ে চিকিৎসা নেয়।
আর নিজ দেশের অর্থ গুলি ভিনদেশের চিকিৎসালয়ে দিতে তারা ভাল পায়।
মনে রাখবেন
বাংলাদেশী সেবা পার্টি এই দেশে রবের দেওয়া ন্যায় তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ডঃ আবুল ক্বাসিম মুহাম্মাদ মাহবুবুল্লহ্ যশোরী
হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দেস, মুফাসসের
চেয়ারম্যানঃ বাংলাদেশী সেবা পার্টি
0 Comments