কুষ্টিয়ার দৌলতপুর থানার শিশু অপহরণ মামলায় নারীর যাবজ্জীবন কারাদন্ড ্ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।
দন্ডপ্রাপ্ত আসামী হলেন- দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি পূর্ব মন্ডলপাড়া গ্রামের চাঁদ আলীর কন্যা বেদেনা খাতুন ওরফে লিমা(৩৮)। এই মামলায় অপর ৩আসামী ঠেকারী খাতুন, চাঁদ আলী ও আর্ব্দু রশিদদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বে-কসুর খালাস দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর, সকাল ৯টায় দৌলতপুর উপজেলার খলিশাকুনিড গ্রামের ছমির আলীর স্ত্রী বিনা খাতুন তার ৬মাস বয়সী শিশুপুত্র কর্ণকে ঘরের বারান্দায় শুইয়ে রেখে গৃহস্থালীর কাজে বাড়ির বাইরে ব্যস্ত ছিলেন, এসময় আসামী বেদেনা খাতুন লিমাসহ অপর তিন সহযোগীর যোগসাজসে শিশু কর্ণকে অপরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এই ঘটনায় শিশুর পিতা ছমির আলী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের দ:বি: ৭ ধারায় অভিযোগ এনে বেদেনা খাতুনসহ ৪জনের নামোল্লেখসহ দৌলতপুর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ৩০ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন পুলিশ।
কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ কৌশুলী আব্দুল হালিম সত্যতা নিশ্চিত করে বলেন, দৌলতপুর থানার শিশু মামলাটি আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগে চার্জ গঠন পূর্বক দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে আসামী বেদেনা খতুন লিমার বিরুদ্ধে আনীত নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের দ:বি: ৭ ধারার অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০হাজার টাকা জরিমানা আদেশ ও মামলার অপর ৩আসামীদের খালাস দিয়েছেন।
Email : glive.social@gurukul.edu.bd
Facebook :
Website :
0 Comments