মোলাসেস এর মধ্যে কত % কার্বন আছে তা সবার পক্ষে বোঝা খুবই কঠিন। আমি যদি বলতাম যে মোলাসেস এর মধ্যে কত % কার্বন আছে তা বুঝে নিয়ে মেশাতে হবে, তাহলে ব্যাপারটা সবার কাছে কঠিন হয়ে যেত। আর আমি চেয়েছি বিষয় টা সবার কাছে খুব সহজভাবে উপস্থাপন করতে। তাই আমি 10 গুণ পরিমাণ কার্বনই মেশাতে বলেছি। আর তাছাড়া মোলাসেস এর মধ্যে বেশিরভাগটাই কার্বন। আর যদি কেউ 10 গুণ কার্বন মেশায় তাহলে আমার মনে হয় না যে তার ক্ষতি হয়ে যাবে। তাছাড়া অ্যামোনিয়ার পরিমাণ যে 0 করতেই হবে তেমন কোনো কথা নেই। কিন্তু সে যদি ঐ কার্বন এর পরিমাণ টা ঠিকমতো না বুঝেই বেশি মোলাসেস মিশিয়ে দেয় তাহলে মাছ অসুস্থ্য হয়ে পড়তে পারে। আর আমার উচিৎ ছিল এই কথা টা ভিডিও তে বলার। আসলে একসঙ্গে এতগুলো কথা বলতে হয়তো তাই মিসটেক বা ভুল খানিকটা হলেও থেকেই যায়। তাই description box -এ জানিয়ে দিলাম।
এই ভিডিওতে আপনারা জানবেন CN Ratio কী এবংকীভাবে Biofloc এর ট্যাংক এর জলের অ্যামোনিয়া কন্ট্রোল করতে হয়।
ভিডিওটা দেখে ভাল লাগলে একটি লাইক করে দেবেন আর যদি কিছু জানানোর ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
Second video link 👉
Biofloc ammonia control How to control ammonia in Biofloc What is CN ratio
#Biofloc_khan_tech
What is CN Ratio,Biofloc Ammonia Control,How to add mollasses in Biofloc,Biofloc in Bengali,
0 Comments