#স্বামী #স্ত্রী #আদর্শস্ত্রী
স্বামীকে ভালোবাসতে বাধ্য করতে এই কৌশল গুলি আয়ত্ত করুন
1.সুন্দর ও আকর্ষণীও পোশাক পড়ুন। আপনার চুল সব সময় আঁচড়ে রাখুন। আপনি যদি গৃহিণী হন, সারাদিন ধরে রাতের পোশাক, ম্যাকসি(ঢিলাঢালা আরামদায়ক পোশাক) পরে থাকবেন না। নিজেকে আকর্ষণীও করে সাজান। ঘাম/মশলা জাতীয়গন্ধ থেকে নিজেকে পরিচ্ছন্ন ও সুরভিত থাকুন। কারণ পুরুষেরা পরিষ্কার পরিচ্ছন্নতাকে বেশি পছন্দ করেন।
2.আপনার স্বামী বাইরে থেকে ঘরে ঢোকার সময় দরজায় এমন ভাবে ছুটে যান যেন আপনি তারই অপেক্ষায় ছিলেন। দরজা খোলার সাথে সাথেই হাসিমুখে সালাম দিন। ঘরে ঢোকার সাথে সাথেই সমস্যার কথা বলা শুরু করবেন না। তাকে কিছুটা মানসিক বিরতি দিন। গুরুত্বপুর্ণ কথা হলে আগে তার শরীর ম্যাসেস করুন। যদি ঘুমিয়ে পড়ে তাহলে কথা বলা থেকে দূরে থাকুন। আপনার স্বামী ঠিক বুঝে যাবে আপনি কিছু বলতে চান। তাই ঘুম ভাঙ্গার সাথে সাথে সে আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। আর যদি না করে তাহলে চা বানিয়ে আপনি পাণ করুন এবং তাকে দিন। চা পাণের মাঝে মাঝে কথা বলুন। দেখবেন আপনার উদেশ্য সফল হয়েছে। ইনশাল্লাহ।
3.আপানর শাশুড়ির সাথে ভাল আচরণ করুন, যেমনটি আপনি চান আপানার স্বামী আপানার মায়ের সাথে করুক। আপনার স্বামীকে কোন কথা বলার পর বার বার জিজ্ঞেস করবেন পনা, ‘কি ভাবছ?’ অন্যের কাছে নিজেদের স্বামী-স্ত্রীর সমস্যার কথা বর্ণনা করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন; এমনকি সাহায্য বা পরামর্শ চাওয়ার অজুহাতেও না, আপনি যদি মনে করেন আপনার বৈবাহিক সমস্যার আইনানুগ সমাধান প্রয়োজন, তাহলে এমন ব্যক্তির কাছে যান যে, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ। যার মধ্যস্থতা স্বামী-স্ত্রীর মাঝে সুন্দর সমন্বয় আসে, অথবা উভয়পক্ষের সম্মতিতে সৌহার্দপূর্ণভাবে বিচ্ছেদ করাতে পারেন।
4.আপনার স্বামীর এমন বিষয়ে প্রশংসা করুন যে বিষয়ে তিনি নিজে যথেষ্ট আত্মবিশ্বাসী নন। আপনার প্রশংসা তার আত্মবিশ্বাস বাড়াবে। কক্ষনো আপনার স্বামীর সাথে অন্যদের স্বামীর তুলনা করবেন না, বরং বলুন, স্বামী হিসেবে তুমিই শ্রেষ্ঠ, বিনয় এবং আত্মবিশ্বাসের সাথে, অহংকার ও কর্কর ভাষায় নয়। কখনও বলবেন না,‘অমুকের স্বামী তো এমন করে না, তুমি কেন এমন কর..
আরো ভিডিও পেতে এই লিঙ্কে যান👉👉👉
আজরাইল (আ:) আপনার সামনে আসার আগেই এই কাজগুলো করুন👉

0 Comments